সেবা ডেস্ক: বাংলা চলচ্চিত্র ‘জীন ৩’-এর আলোচিত গান ‘কন্যা’ এবার নতুন করে আলোচনায় এসেছে এক ক্ষুদে শিল্পীর কণ্ঠে।
![]() |
ইমরান মাহমুদুলের ‘কন্যা’ কভার করে নজর কাড়লেন ক্ষুদে শিল্পী শেহমান |
জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী শেহমান ইসলাম সম্প্রতি নিজের ফেসবুক পেইজে গানটির একটি কভার প্রকাশ করেন, যা অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলে।
গানটিতে শেহমানের নিষ্পাপ ও আবেগপূর্ণ কণ্ঠ মুহূর্তেই নজর কাড়ে। কভারটি এতটাই মুগ্ধতা ছড়ায় যে, গানটির মূল শিল্পী ইমরান মাহমুদুল নিজেই তা দেখে অভিভূত হন। তিনি প্রথমে সরাসরি শেহমানের ভিডিও পোস্টে কমেন্ট করে তার পরিবেশনার প্রশংসা করেন।
আরও পড়ুন:
তবে বিষয়টি সেখানেই থেমে থাকেনি। কিছুক্ষণ পরেই ইমরান মাহমুদুল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে কভারটি শেয়ার করে লিখেন, “মিস্টি করে গেয়েছে বাচ্চা ছেলেটা। গান শিখছে, কণ্ঠ শুনলেই বোঝা যায়। অনেক দোয়া রইলো।”
এই বিশেষ স্বীকৃতির পর থেকে কভারটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই মন্তব্য করছেন-
“এই ছোট্ট ছেলের কণ্ঠে যে এত আবেগ থাকতে পারে, ভাবতেই পারিনি!”, “একেবারে মুগ্ধ হয়ে গেছি”, “আগামীর তারকা”।
শেহমান এর আগেও বিভিন্ন জাতীয় পর্যায়ের শিশু অনুষ্ঠান, কনসার্ট ও কভার গানের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। তবে ‘কন্যা’ গানটির কভার যেন তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় সূচনা করল।
উল্লেখ্য, গান ছাড়াও অভিনয়, আবৃত্তি ও উপস্থাপনাতেও দক্ষতা দেখিয়ে চলেছেন এই প্রতিভাবান শিশু শিল্পী। তার অসাধারণ কণ্ঠ এবং দারুণ উপস্থাপনায় অনেকেই মনে করছেন, ভবিষ্যতের বড় মঞ্চ অপেক্ষা করছে এই ক্ষুদে তারকার জন্য।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।