আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘আমাকে ছাড়া আমার বিষয়ে কোন সিদ্ধান্ত নয়’ এই স্লোগান নিয়ে জামালপুরে বাংলা নববর্ষ উপলক্ষে নারীদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
জামালপুরে বর্ষবরণ উপলক্ষ্যে নারীদের আনন্দ শোভাযাত্রা |
মঙ্গলবার সকালে নারীর এগিয়ে চলার প্রকল্প নারীপক্ষের সহযোগীতায় তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা এই আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।
মঙ্গলবার সকালে শহরের বকুলতলা চত্বর থেকে নারীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন:
তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে উর্মি, খুশবু, সুমি আক্তার, রিনা আক্তারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, নারীরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে বহু বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু এখনও নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। ঘরে, বাইরে, কর্মস্থলে নারীরা আজও নিরাপদ নয়।
নারীদের পথচলা নিবিঘœ করতে সমাজিক সচেতনতা তৈরি ও সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।