আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা: ড. ইউনুস

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা ড. ইউনুস
আসন্ন নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সেরা ড. ইউনুস


শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বৃহস্পতিবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস (আনফ্রেল) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।


সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, "আমরা এমন একটি নির্বাচন নিশ্চিত করতে চাই, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং গণতন্ত্রের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।"

আরও পড়ুন:

আনফ্রেল প্রতিনিধি দলে ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেস, বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মে বুটয়, ক্যাম্পেইন ও অ্যাডভোকেসির সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবিরত্ন, প্রোগ্রাম অফিসার আয়ান রহমান খান এবং প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা অ্যামি।


উল্লেখ্য, আনফ্রেল হলো এশিয়ার বিভিন্ন দেশের সুশীল সমাজ সংগঠনগুলোর একটি আঞ্চলিক নেটওয়ার্ক, যা গত দুই দশকেরও বেশি সময় ধরে এ অঞ্চলে নির্বাচন পর্যবেক্ষণ, গণতান্ত্রিক সংস্কার এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top