দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ : আহত ১৫

Seba Hot News : সেবা হট নিউজ
0

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার লংকারচর সকাল বাজারে জমি সংক্রান্ত বিরোধে  দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীর সংখ্যাই বেশি বলে জানা যায়।

দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ : আহত ১২


শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ও সন্ধ্যার পর দু'দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার মো. আমজাদ হোসেন বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।


আহতদের মধ্যে গুরুতর সাতজনকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। আমজাদ গ্রুপের আহতরা হলেন নজরুল ইসলাম (৩০), আসমা (৩২), সেলিনা (৩৫), সুফিয়া বেগম (৬০), আইয়ুব (১৮), সোনাউল্ল্যাহ (৫৪), নুরভানু (৩২), আলহাজ্ব মহর আলী (৬০), আম্বিয়া (৪০), ইসমত আরা (৫০) ও ইউনুস (৩০)।

 অপরদিকে হাসান গ্রুপের আহতরা হলেন জাহিদুল ইসলাম (২৪), সাথী আক্তার (২৬), লালচান (৪৫) ও বাছেত (৩০)।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সকাল বাজারের ১৬ শতাংশ বিরোধপূর্ণ জমিতে অবস্থিত ঘরে হাসান বৈদ্যুতিক লাইনের কাজ করতে যায়। খবর পেয়ে আমজাদ গ্রুপের কয়েকজন মহিলা সেখানে বাঁধা দিতে যায়। শুরু হয় বাগবিতণ্ডা। পরক্ষণেই উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে দু'পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১২ জন আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সন্ধ্যার পর বাজারের বিরোধপূর্ণ জায়গার নিয়ন্ত্রণ নিয়ে আবারো সংঘর্ষ বাঁধে। এতেও দু'পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে অনেকের ঘরবাড়ি ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।

দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ  আহত ১২
দেওয়ানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষ : আহত ১২


এলাকাবাসী জানায়, লংকারচর এলাকার আমজাদ গ্রুপ ও হাসান গ্রুপের মাঝে সকাল বাজারের জমি নিয়ে বিরোধ কয়েকবছর থেকে। তাদের দু'গ্রপে বিগত তিনমাসে কয়েকবার সংঘর্ষ হয়। বিরোধ মীমাংসা না হলে বড় ধরনের অঘটন ঘটবার আশংকা করছেন স্থানীয়রা।

আরও পড়ুন:

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেনাবাহিনীর একটি টিম ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top