উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা।
![]() |
উল্লাপাড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার |
সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ ।
গ্রেফতারকৃতরা হলো, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে আবুল কালাম (২৮) ও একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (৩০)।
আরও পড়ুন:
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ জানান,গত (৬ এপ্রিল) রবিবার রাত সোয়া ১১ টার দিকে
উপজেলার ধোপাকান্দি এলাকার রিফা বেকারীর সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।