কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে দুইদিনব্যাপী হাঁস পালন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
![]() |
কাজিপুরে হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা |
বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের মাঠে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টিকাদার ও জেলা প্রণিসম্পদক কর্মকর্তা ডা. একেএম আনোয়ারুল হক।
আরও পড়ুন:
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান দিপু। প্রশিক্ষণে হাঁস পালনের গুরুত্ব, নারীর ক্ষমতায়নে প্রাণিসম্পদের ভ‚মিকা, হাঁস পালন পদ্ধতি, রোগ বালাই, টিকা প্রদান ও জীবনের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।