কুড়িগ্রামের জালাল হোসেন লাইজুর গ্রামীণ ফুটবল বিপ্লবী হয়ে ওঠার গল্প

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা শহরের স্বনামধন্য ঐতিহ্যবাহী একটি পরিবারে জন্মগ্রহণ করেন জালাল হোসেন লাইজু তার পিতা  মনির হোসেন ছিলেন জেলার একজন কৃতি তুখোর খেলোয়াড় ।

কুড়িগ্রামের জালাল হোসেন লাইজুর গ্রামীণ ফুটবল বিপ্লবী হয়ে ওঠার গল্প
কুড়িগ্রামের জালাল হোসেন লাইজুর গ্রামীণ ফুটবল বিপ্লবী হয়ে ওঠার গল্প


১৯৬০ সালের ২৬ জানুয়ারি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণকারী জালাল হোসেন লাইজু ১৯৭৭ সালে  কুড়িগ্রাম সরকারি বালক বিদ্যালয় হতে মেট্রিক পাস করেন । পরে ১৯৭৯ সালে  কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে তিনি ইন্টারমিডিয়েট পাশ করেন  (১৯৮১ সরকারী)। তিনি  রংপুর কারমাইকেল কলেজ থেকে ১৯৭৮-৮১ বিকম অনার্স পাস করেন  ( ১৯৮৩ অনুষ্ঠিত) । 

আরও পড়ুন:

জালাল হোসেন লাইজু ১৯৮৩-১৯৮৫ সালে এমকম ডিগ্রি অর্জন করেন  ( ১৯৮৫ পরীক্ষা অনুষ্ঠিত)। পরবর্তীতে তিনি ১৯৮৬/৮৭ সালে জীবন জীবিকার তাগিদে  পোশাক শিল্পে বানিজ্যিক কর্মকর্তা হিসেবে যোগদান করে  জিএম ফাইন্যান্স পদে পদোন্নতি লাভ করেন । কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে  ২০১৫ সালে স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসেন । জালাল হোসেন লাইজু স্কুল জীবন থেকেই পড়াশুনার পাশাপাশি খেলাধুলার  প্রতি গভীর মনোযোগী  ছিলেন । তিনি ছাত্র জীবনে কাব, স্কাউট এবং রোভার স্কাউট হিসেবে দেশের বিভিন্ন স্থানে অংশগ্রহণ করেছেন ।তিনি তার পারিবারিক আয়ে জীবন জীবিকা পরিচালনার পাশাপাশি সমস্ত সময় কুড়িগ্রাম জেলায় ফুটবল ও ফুটবলারদের পিছনে অর্থাৎ খেলাধুলায়  ব্যয় করে আসছেন । একটি বল একটি গ্রাম ফুটবল নগরী কুড়িগ্রাম ।এটি গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর দেয়া একটি স্লোগান । যাকে শপথ বাক্যের মতো খেলোয়াড়রা নিজেদের হৃদয়ে ধারণ করে সামনের প্রতিটি পথ এগিয়ে চলছে । গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর প্রচেষ্টায় গড়ে উঠেছে কুড়িগ্রাম মোহামেডান ফুটবল একাডেমী, এফসি  উত্তর বঙ্গ, জারা -গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাব, লাইজু কিডস ফুটবল একাডেমী। এছাড়াও তিনি  বাংলাদেশ ফুটবল সাপোটারস ফোরামের প্রথম সভাপতি , বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ গার্মেন্টস অফিসার ওয়েল ফেয়ার  এসোসিয়েশনের সেক্রেটারি এবং  ক্রীড়া জগত পাঠক ফোরাম ঢাকা জেলার সভাপতি ।

গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর ক্রীড়া ক্ষেত্রে সাফল্য ২০১৬,২০২৫ প্রাইমারি স্কুল ফুটবলে রংপুর বিভাগ চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষক। অ-১৭ কুড়িগ্রাম জেলা ফুটবলে বিভিন্ন বৎসর চ্যাম্পিয়ন ও ২০২৫ বিভাগীয় রানার্স আপ কুড়িগ্রাম জেলা দলের প্রশিক্ষক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আওতায় বি এফ এফ অ-১৬, ২০২২ সাল রানার্স আপ ওয়ারী দলের সহকারী প্রশিক্ষক। ২০২৪ বি এফ এফ চ্যাম্পিয়ন ওয়ারী দলের ট্যাকনিকাল ডিরেক্টর।

২০১৯ পাইওনিয়ার ও ২০২৩-২৪ তৃতীয় বিভাগ চতুর্থ স্থান অর্জনকারী এফ সি উত্তর বঙ্গের সভাপতি।২০২২ পাইওনিয়ার রানার্সআপ হয়ে ঢাকা তৃতীয় বিভাগ দলে যোগ্যতা অর্জন কারী জারা -গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাব এর সেক্রেটারি। বাংলাদেশ ফুটবল সাপোটারস ফোরাম সহ বিভিন্ন ভাবে পুরুস্কৃত ।

গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর দেয়া খুবই জনপ্রিয় কিছু স্লোগান  একটি বল একটি গ্রাম ফুটবল নগরী কুড়িগ্রাম ।

 ঘাসে ঘাসে ফুটবল,গ্রামে গ্রামে গ্রামীণ ফুটবল ফেডারেশন,ওয়ান বল ওয়ান কান্ট্রি,বাঘের মতো এগিয়ে চল রক্তে আমার নর্থ বেঙ্গল, ওয়ান বল ওয়ান ওয়ার্ল্ড, ইমরুলস গোল এমন অনেক দর্শন রয়েছে। তিনি ফুটবল একাডেমী কালচারে বিশ্বাসী সুবিধাবঞ্চিত ফুটবলারদের নিয়ে তৈরি করা লাইজু কিডস ফুটবল একাডেমীকে " ফুটবলের পাঠশালা" হিসেবে " বিশ্ব ফুটবল পাঠশালা" গড়ে তুলতে চান।গোটা দেশের সুবিধাবঞ্চিত ফুটবলারদের নিয়ে দেশে এবং বিদেশে প্রতিষ্ঠিত করতে চান " বিশ্ব ফুটবল পাঠশালা"। গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজুর লেখালেখি তে অনেক হাত রয়েছে । তিনি ইতোমধ্যে পাক্ষিক ক্রীড়াজগত সহ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় খেলাধুলা ছাড়াও পোশাক শিল্পের উপর বিভিন্ন সময়ে লিখেছিলেন। তার পিতা  মনির হোসেন ,ঢাকা মোহামেডান ও জাতীয় দলের প্রাক্তন ফুটবলার কোহিনুর রহমান ও সাবেক ঢাকা লীগের ফুটবলার সাবেক মেয়র কুড়িগ্রাম আবু বকরের অনুপ্রেরণা রয়েছে লাইজুর প্রতি অনেক ছোটবেলা থেকেই । বাংলাদেশ ফুটবল সাপোটারস ফোরামের প্রতিষ্ঠাতা ও সেক্রেটারি লৌহ মানব শাহাদাত হোসেন জুবায়ের, ব্রাদার্স ইউনিয়ন এর কর্মকর্তা  আমের খান সহ প্রচুর শুভাকাঙ্ক্ষীদের জন্য এবং হাজার হাজার তৃণমূলের ও জাতীয় পর্যায়ের সংগঠক, খেলোয়াড়দের জন্য আজ এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছেন গ্রামীন ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু । তার স্বপ্ন ফুটবল নগরী কুড়িগ্রামকে ফুটবলে এগিয়ে নিয়ে যাওয়া ও বাংলাদেশের ফুটবলকে বিশ্বমানের পর্যায়ে দেখার ইচ্ছে ।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top