সেবা ডেস্ক: আগামী ১লা মে ২০২৫ ঈদ পুনর্মিলনী, মরহুম শিক্ষকদের স্মরন সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আজ শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় শহীদ হালিম লিয়াকত স্মৃতি সংসদ কার্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
![]() |
১লা মে ঈদ পুনর্মিলনী উপলক্ষে তৈয়্যবিয়া মাদরাসা সাবেক ছাত্র পর্ষদের সভা অনুষ্ঠিত |
মাওলানা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় ও অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভায় আগামী ১লা মে বৃহস্পতিবার সকাল ৯টায় ঈদ পুনর্মিলনী, মরহুম শিক্ষকদের স্মরনসভা, সংবর্ধনা অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন ও বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন:
সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা সালাহ উদ্দিন নেজামী, মাওলানা নাছির উদ্দীন, ব্যাংকার মাওলানা মুহাম্মদ আবদুল কাইয়ুম, মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহ, মাওলানা নাছির উদ্দীন নাহিদ, মাওলানা আবদুস সাত্তার, হাফেজ মামুনুর রশিদ, হাফেজ জামাল উদ্দিন, মাওলানা জাহেদ, মাওলানা ওমর ফারুক, মো সাইফুল ইসলাম, মো জুনায়েদ সহ অন্যান্যরা।
ঐদিন সূবর্ণ জয়ন্তী উপলক্ষে এক রোডম্যাপ ঘোষণা করা হবে।
সাবেক ছাত্র পর্ষদের সভাপতি অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী সবাইকে উপস্থিত হয়ে সাফল্যমন্ডিত করার আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।