উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রকৃতির নিয়মে- না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বড়পাঙ্গাসী জাতীয় তরুণ সংঘ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সুলতান সেলিম আহমেদ (৬৮)।
![]() |
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সুলতান সেলিম আহমেদ |
বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৮ বছর। মরহুম সুলতান সেলিম আহমেদ বড়পাঙ্গাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মমতাজ উদ্দিন তালুকদারের মেজ ছেলে। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, দুই মেয়ে এবং আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে তিনি মারা যান। দীর্ঘ সময় তিনি ঢাকার একটি সামাজিক সংগঠন “জাতীয় তরুণ সংঘে" সচিব হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন:
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বাদ যোহর বড়পাঙ্গাসী জাতীয় তরুণ সংঘ ডিগ্রি কলেজ মাঠে এবং বাদ মাগরিব তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বড়পাঙ্গাসী ঈদগাহ মাঠে। জানাজা শেষে বড়পাঙ্গাসী কবরস্থান তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, বিএনপি দলীয় পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য খান সাঈদ হাসান, বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির লিটন, বড়পাঙ্গাসী জাতীয় তরুণ সংঘ ডিগ্রি কলেজের অধ্যক্ষ লায়লা আর্জুমান, বড়পাঙ্গাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।