কাজিপুরে শিক্ষার্থীদের দুর্ভোগ: চরাঞ্চলে এইচএসসি কেন্দ্র পুনর্বহালের জোর দাবি

Seba Hot News : সেবা হট নিউজ
0

কাজিপুর(সিরাজগঞ্জ)  প্রতিনিধি: নদী পার হয়ে ১৫ থেকে ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের শিক্ষার্থীদের।

কাজিপুরে শিক্ষার্থীদের দুর্ভোগ চরাঞ্চলে এইচএসসি কেন্দ্র পুনর্বহালের জোর দাবি
কাজিপুরে শিক্ষার্থীদের দুর্ভোগ চরাঞ্চলে এইচএসসি কেন্দ্র পুনর্বহালের জোর দাবি


এই ভোগান্তির অবসান চেয়ে চরগিরিশ ইউনিয়নের এম মনসুর আলী জাতীয় উচ্চবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সরিষাবাড়ী-কুমারিয়াবাড়ী-চরছিন্না সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন কয়েক শতাধিক মানুষ।


তারা বলেন, কেন্দ্রটি না থাকলে ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের ৬৮১ জন পরীক্ষার্থীর প্রতিদিন নদী ও কাঁচা রাস্তা পেরিয়ে সদরে যাওয়া-আসা করতে হবে, যা শুধু আর্থিকভাবে নয়, মানসিকভাবেও বিরাট চাপ।


আরও পড়ুন:


উল্লেখ্য, ২৫ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলা সদরে যাতায়াতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। এত দীর্ঘ ভ্রমণ একদিকে যেমন ক্লান্তিকর, অন্যদিকে তা পরীক্ষার ফলাফলেও প্রভাব ফেলতে পারে।

একজন অভিভাবক বলেন, "আমার ছেলের পরীক্ষা সকাল ১০টায়। তাকে ভোর ৫টায় ঘর থেকে বের হতে হবে। এভাবে কতদিন চলবে?"


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “নকলমুক্ত পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। শুধু একটু সহানুভূতি চাই প্রশাসনের কাছ থেকে। যাতে বাড়ির কাছেই পরীক্ষা দিতে পারি।”


ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “আমরা নিশ্চিত করতে পারি, প্রশাসনের সহায়তায় কেন্দ্রটি পুনর্বহাল হলে নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। এতে শিক্ষার্থীদের উদ্বেগ কমবে, সবার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি হবে।”


বর্তমানে পরীক্ষার জন্য নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজকে কেন্দ্র এবং খাসশুরিবেড় উচ্চবিদ্যালয়কে ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে, তবে তা এখনও চূড়ান্ত নয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান জানান, “শিক্ষাবোর্ড থেকে নির্দেশনা পেলেই তা চূড়ান্ত করা হবে।”


কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, “চরাঞ্চলের কেন্দ্র নিয়ে আমরা অবগত। তবে কেন্দ্র পুনর্বহাল বা স্থানান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষাবোর্ডের।”




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top