শামীমুল ইসলাম তালুকদার: হবিগঞ্জের বাহুবল এ এসএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুহেল রানার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
বাহুবলে এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত |
৮ এপ্রিল মঙ্গলবার উপজেলার দীননাথ সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশতাধিক শিক্ষকমন্ডলী অংশ নেন।
আরও পড়ুন:
সভায় এবারের এসএসসি ২০২৫ সালের পরীক্ষা আসছে ১০ এপ্রিল হতে শুরু হতে যাওয়া পরীক্ষার সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন। অন্তবতী সরকারের কঠোর ও নির্দেশনাসমূহ নিয়ে আলোচনা ও যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকরণের জন্য বলা হয়।
আলোচনার অন্যান্য বিষয়গুলো পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ নিশ্চিত করতে হবে।পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।