শফিকুল ইসলাম: ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ স্কাউটস ২০২৫ দিবস পালিত হয়েছে।
![]() |
রৌমারীতে স্কাউটস দিবস পালিত |
বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজনে উক্ত দিবসটি পালিত হয়। স্কাউটস ওন ও পতাকা উত্তোলন শেষে রৌমারী সরকারি উচ্চ বিদ্যালয় গেট থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়।
আরও পড়ুন:
র্যালিতে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান কমিশনার, বাংলাদেশ স্কাউটস, রৌমারী উপজেলা ও প্রধান শিক্ষক কোমরভাঙ্গি উচ্চ বিদ্যালয়, মো. খলিলুর রহমান, সম্পাদক বাংলাদেশ স্কাউটস রৌমারী, মো. আব্দুস সালাম, প্রধান শিক্ষক, ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়, মোছা.শামিমা আকতার, প্রধান শিক্ষক" রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়, মো. রেজাউল করিম রিজু, প্রধান শিক্ষক রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোয়াক্ষের আলম সোনা এএল টি বাংলাদেশ স্কাউটস ও সাবেক কমিশনার রৌমারী, মো. কামরুজ্জামান উড-ব্যাজার এবং সাবেক সম্পাদক রৌমারী, স্কাউটার মোখলেছুর রহমান, শহিদুল ইসলাম, উম্মে সালমা, শহিদুল ইসলাম, লাইলি আকতার, মো: আব্দুল মালেক, কাব-লিডার বাংলাদেশ স্কাউটস রৌমারী এবং উপজেলার কাব-স্কাউটস শিক্ষার্থী বৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।