আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে আইনজীবীদের আইন পেশায় ৪০ বছর পুর্তি ও আইনজীবীদের কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
![]() |
জামালপুরে আইনজীবী ও তাদের কৃতি সন্তানদের সংবর্ধনা |
মঙ্গলবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ উপলক্ষ্যে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: গোলাম নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: জসিম উদ্দিন বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
এছাড়াও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নওয়াব আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন, অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, আইনজীবীরা তাদের পেশাগত দায়িত্ব ছাড়াও সামাজিক উন্নয়ন কর্মকান্ডে নিবিড়ভাবে জড়িত থাকেন। আইন পেশায় আইনজীবীদের ৪০ বছর পুর্তি উপলক্ষ্যে তাদের সংবর্ধনা আয়োজন মহতি উদ্যোগ। পাশাপাশি আইনজীবীদের কৃতি সন্তানদেরও সংবর্ধনা প্রদানের উদ্যোগটি নি:সন্দেহে অনুপ্রেরণামূলক।
পরে আইন পেশায় ৪০ বছর পুর্তি হওয়ায় ১৮ জন আইনজীবী ও আইনজীবীদের ৩৮ জন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।