উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদের উপর অর্তকিত হামলার প্রতিবাদে অভিযুক্ত জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
![]() | |
বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত |
শুক্রবার বাদ জুম্মা উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ের শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
আরও পড়ুন:
উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আব্দুল ওহাব, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক শওকাত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম আউলিয়া, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আলামিন হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিসানত করিম নয়ন, সদস্য সচিব মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
বিক্ষোভ মিছিলে এ সময় অংশগ্রহণকারীরা জামায়াত ও ছাত্রশিবিরের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, মুহু মুহু শ্লোগানে মুখরিত করে তোলে। প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেন আজাদের উপর অর্তকিত হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।