লিয়াকত হোসাইন লায়ন: গাজায় ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের উপর ইসরাইলের হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামালপুরের ইসলামপুর ছাত্রদল।
![]() |
গাজায় ফিলিস্তিনে গনহত্যার প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ |
মঙ্গলবার (৮এপ্রিল) সরকারি ইসলামপুর কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
সরকারী ইসলামপুর কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাব্বির খানের সভাপতিত্বে এতে পৌর যুবদলের আহবায়ক এমানুর হক ডেভিট, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন,কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সোহানুর রহমান সোহান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা,গাজায় নিরীহ মুসলিম নারী, পুরুষ ও শিশুদের উপর নির্বিচারে ইসরায়েলি বাহিনী হামলা প্রতিবাদ জানান। বিশ^ নেতাদের গাজার জনগণকে রক্ষায় এগিয়ে আসার দাবী জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বয়কট করার আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।