ফয়জুর রহমান, দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে দেওয়ানগঞ্জের সানন্দবাড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলাম প্রিয় তৌহিদী জনতা।
![]() |
সানন্দবাড়িতে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ |
সোমবার বাদ আছর সানন্দবাড়ি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সানন্দবাড়ি যুব ইউনিটের সভাপতি মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় মাওলানা আব্দুল মজিদ আকন্দের সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
উক্ত সমাবেশে বক্তব্য দেন সানন্দবাড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবুল কালাম আজাদ, চিথুলিয়াদিগর মহিয়ুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চর আমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. শহিদুর রহমান, মাহবুব শাহ জিহাদী প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের নিপিড়ীত মানুষের জন্য কথা বলা আমাদের সকলের ঈমানি দায়িত্ব। বিশ্বের সকল মুসলমানকে ইহুদিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে জেগে ওঠা আবশ্যক। মাজলুম গাজাবাসীর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়া সকল মুসলমানের নৈতিক দায়িত্ব। এখনি উপযুক্ত সময় তাদের পাশে দাঁড়ানো। এসময় বক্তারা সকল মুসলিম রাষ্ট্রের মানবসম্পদ কাজে লাগিয়ে দখলদার ইসরাইলের বিরুদ্ধে অবরোধ তৈরি এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান করেন। তারা ওআইসিসহ সকল আন্তর্জাতিক ইসলামি জোট ও সংগঠনকে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হওয়ার আহবান জানান।
এসময় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সানন্দবাড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক মো. নুর উদ্দীন, মো. সাইফুল ইসলাম বিএসসি, মো. ফারুকুল ইসলাম, মো. মতিউর রহমান। এছাড়াও উলামা মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উক্ত কর্মসুচিতে উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।