কবিতা: ফিলিস্তিনে ইসরাইল - মোঃ শাহ জামাল

Seba Hot News : সেবা হট নিউজ
0

মোঃ শাহ জামালের কবিতায় ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে। যুদ্ধের বিভীষিকা, নারী-শিশুর আর্তনাদ, মানবতার ধ্বংসস্তূপ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সমালোচনা করা হয়েছে। কবি ফিলিস্তিনের স্বাধীনতার জয়গান গেয়ে যুদ্ধবাজ শক্তির বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছেন।

কবিতা: ফিলিস্তিনে ইসরাইল  - মোঃ শাহ জামাল
কবিতা: ফিলিস্তিনে ইসরাইল  - মোঃ শাহ জামাল


ফিলিস্তিনে ইসরাইল

ছুড়ছে রকেট মিশাইল

কাঁপছে আকাশ-জমিনটাই

দগ্ধমরু মানুষ ছাই \


গাছ-মাটি তরুলতা

মরু-পাথর বৃক্ষলতা

মরালাশের গন্ধ ভাসে

উড়ছে কীট-বাতাসে \


আরব বসন্তের ডালে

নারী-মদ-ডলার চলে

সমাধানের কথা বলে 

যুদ্ধ চায় তলেতলে \


মানবতার পোড়া গন্ধ 

আরব বসন্ত অন্ধ

সমাধান ‘মা’ একটাই

ফিলিস্তিন স্বাধীন চাই \


নারী-শিশুর আর্তনাদ

খুঁজিতে জাত-বেজাত

আমছালা দু’ই গেল

সমাধান নাহি পেল \ 


বিশ^ মোড়লির কারসাজি

পল্টন-লুণ্ঠনের কাজি 

স্বাধিকার হারিয়েছি তাই

ফিলিস্তিন স্বাধীন চাই \


যুদ্ধবাজ হিটলার বোধি

খতম না করে ইহুদি

অশান্তির নরক রেখেছে

বিশ^বাসি তাই দেখেছে \


ফেরাউনের স্টাইল যদি

বিশ^ চলে নিরবধি 

সমাধান তোমার নাই

ফিলিস্তিন স্বাধীন চাই \


ইসরাইলে মার্কিন ঘাটি

ইঁদুর হয়ে পাহাড় কাটি

দিবানিশি মানুষ মারে 

বিচার করবো কারে?


নীতিকথা সামনে কয়

আড়ালেতে নয়-ছয় 

মানুষ খেকুর নমুনা

জানি কিন্তু কমুনা \


অনাথ-বৃদ্ধার আকুতি

নাহি পেল কুলগতি¬¬¬¬¬¬¬

দিনক্ষণ বছর মাসে

মানবরূপি দানব হাসে \


আখেরি জামানার কথা

কেবা বুঝে কার ব্যাথা

খুন-ধর্ষণ লুটপাটে

বলতে নারি বুক ফাটে \


হায়রে দখলদার ইসরাইল

মারছে বোমা মিশাইল 

ইসরাইলে-মার্কিন সেনা

মানবতা বুঝে না \


ইঙ্গ-মার্কিন তাড়াতে

ঘৃনা-ধিক জানাতে

ছড়া-ছন্দ-গানে

নাটক কার্টুন সিনে \


অস্ত্র বিক্রির ছলে

যুদ্ধ চায় তলেতলে

সমাধান মা একটাই

ফিলিস্তিন স্বাধীন চাই \ 


রকেট হামলার আঘাত

নারী-শিশু-বৃদ্ধাজাত

বিবেক গেছে হাজতে

বিচার নাই জগতে \


হয় যদি এই নীতি

আর কিসের ধীর গতি

পারি না আর সইতে

লাশের ভার বইতে \

¬¬¬¬

কাঁদছে ফিলিস্তিনের মাটি 

 হটাও ইসরাইল ঘাটি

সাংবাদিক পোড়ে আগুনে

লাশ খায় কাক-শকুনে \


আল আকসার হেফাজত

বিশ^ শান্তির আমানত

ফিলিস্তিন আনতে স্বাধীন

আরব কেন পরাধীন ?


আরব বরফের নিরবতা

পিষে  দিলো মানবতা

কুকুর যায় শিশু উদ্ধারে

মানুষ বলবো কারে ?


বিবেকের শিকড় উপড়ে

 স্বেচ্ছায় মুখ থুবড়ে

 বলতে বাধ্য হায়!

যুদ্ধ নয় শান্তি চাই \


মরা লাশ বৃক্ষলতা

পিষে গেছে মানবতা

ইসরাইল নিপাত যাক

ফিলিস্তিন মুক্তি পাক \ 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top