শফিকুল ইসলাম: বিদ্যুৎস্পর্শে মুকুল মিয়া (৩৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৪ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের সাটকড়াইবাড়ি গ্রামে এঘটনাটি ঘটে।
![]() |
রৌমারীতে বিদ্যুৎস্পর্শে এক ব্যক্তির মৃত্যু |
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানি উঠানো মটরপাম্প সড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং সেখানেই মুকুলের মৃত্যু হয়।
মুকুল মিয়া উপজেলার সাটকড়াইবাড়ি গ্রামের কোব্বাস আলীর ছেলে বলে জানা গেছে। এঘটনায় ওই এলাকায় শোকেরছায়া নেমে আসে।
আরও পড়ুন:
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ঘটনার সত্যতার স্বীকার করে বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়ছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।