বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রে ওসির মাদক বিরোধী প্রচারণা!

Seba Hot News : সেবা হট নিউজ
1 minute read
0

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: ঈদের ছুটিকে অন্যরকম ভাবে কাজে লাগাচ্ছেন জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ। 

বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রে ওসির মাদক বিরোধী প্রচারণা!
বকশীগঞ্জে ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা!


সবাই যখন ঈদের ছুটিতে পরিবার নিয়ে ব্যস্ত তখন জনসচেতনতার বার্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওসি খন্দকার শাকের আহমেদ। এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি। 

খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুরের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত লাউচাপড়া বিনোদন কেন্দ্র।

আরও পড়ুন:

ছুটি পেলেই দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বিশেষ করে দুই ঈদে পর্যটকদের ঢল নামে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে। এবারের ঈদেও এই বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে দর্শনার্থীদের। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ। 

ঈদের ছুটিতে ঘুরতে আসা দর্শনার্থীদের নিয়ে লাউচাপড়া বিনোদন কেন্দ্রে মাদক বিরোধী জমজমাট প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। 

তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে দিচ্ছেন নানান ধরণের ইতিবাচক উপদেশ। এসময় মাদকের কুফল ও এর বহুমাত্রিক সমস্যার কথা তুলে ধরছেন দর্শনার্থীদের কাছে। ওসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লাউচাপড়ায় ঘুরতে আসা দর্শনার্থীরা।

কয়েকজন দর্শনার্থী জানান, এখানে ঘুরতে এসেছি মজা ও আনন্দ নেওয়ার জন্য কিন্তু মাদকের কুফল সম্পর্কে জেনে খুবই ভাল লেগেছে। নিশ্চিতভাবে এটি একটি ভাল ও ব্যতিক্রমী উদ্যোগ।

তারা মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন ক্যাম্পেইন অব্যাহত রাখার দাবি জানান।

এবিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, লাউচাপড়া বিনোদন কেন্দ্রটিতে সাধারণত ঈদের ছুটিতে লোকে লোকারণ্য থাকে। বিশেষ করে কিশোর-যুবকরাই বেশি আসে এখানে। তাই সুযোগটি কাজে লাগিয়ে দর্শনার্থীদের টার্গেট করে মাদক বিরোধী বার্তা পৌঁছে দিতেই ক্যাম্পেইন করছি।

যুব সমাজকে রক্ষা করতে হলে যেকোন মূল্যে তাদেরকে মাদক থেকে দূরে রাখতে হবে। আর সে বার্তাটিই দিয়েছি আগত দর্শনার্থীদের। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top