বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিশে শুরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেছেন জামায়াত ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না।
![]() |
জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না : জামালপুরের বকশীগঞ্জে জামায়াত নেতা নাজমুল হক সাঈদী |
২০২৪ সালে এসে এটা প্রমাণিত হয়েছে যে জামায়াত ইসলামীকে বাদ দিয়ে কোন নির্বাচন হতে পারে না।
সংস্কারের আগে বাংলাদেশে কোন নির্বাচন করতে দেওয়া হবে না। যতদিন সংস্কার না হবে ততদিন এই দেশে নির্বাচনের সুযোগ নেই।
বুধবার (২ এপ্রিল) দুপুরে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের হাছেন আলী উচ্চ বিদ্যালয়ে ৪ নম্বর ওয়ার্ড জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন:
জামায়াত নেতা নাজমুল হক সাঈদী বলেন, যারা তাড়াহুড়া করছেন তাদের বলতে চাই, সংস্কার ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। বাংলাদেশের মানুষ যাদের চায় তারাই আগামিতে ক্ষমতা লাভ করবেন।
নাজমুল হক সাঈদী আরও বলেন, জামায়াত ইসলামীকে বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করা হলে তাদের পরিনতি শেখ হাসিার মতই হবে। এসময় তিনি ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র কাঠামো গঠনের ওপর জোর দেন।
মেরুরচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামরুজ্জামান মিষ্টারের সঞ্চালনায় এবং আমির মওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মওলানা আদেল ইবনে আউয়াল, ইউনিয়ন জামায়াতের সহসভাপতি মওলানা শাফিউল ইসলাম, ইসলামী ব্যাংক কর্মকর্তা মকবুল হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।
ঈদ পুনর্মিলনীতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।