লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে জাতীয়তাবাদী যুবদল পৌর শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
![]() |
ইসলামপুরে পৌর যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন |
পৌর শহরের কাচারী এলাকায় বৃহস্পতিবার বিএনপি'র চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম আনুষ্ঠানিক এই কার্যালয়ের উদ্বোধন করেন।
আরও পড়ুন:
পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক এনামুল করিম ডেভিডের সভাপতিত্বে এ সময় জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান কায়েস, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাঈম মিয়া সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে পৌর যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।