আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে।
![]() |
জামালপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত |
রবিবার দুপুরে দিবসটি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থা।
শহরের জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, জাতীয় হ্যান্ডবল নারী দলের অধিনায়ক মিষ্টি খাতুন, জেলা ক্রিকেট দলের ম্যানেজার টুটুল, ক্রিকেট কোচ সাব্বির হোসেন শ্যামল, অনুর্ধ ১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মেহেদী হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি অনেক বেশী গুরুত্ব দিয়েছে। মানসম্মত খেলোয়াড় তৈরিতে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। তরুণরা খেলাধুলার প্রতি আগ্রহী হলে মাদক, সন্ত্রাস, সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।