বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা প্রাচ্য পলাশ এগ্রো ফার্ম ও হলোগ্রাম স্টিকার নিয়ে দু’টি ওভিসি’র চিত্রধারণ সম্পন্ন করেছেন। প্রাচ্য পলাশ নির্মিত ওভিসিতে এই প্রথম মডেল হয়েছেন চলচ্চিত্র, টিভি ও ডিজিটাল পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী ও মডেল, সঙ্গীত শিল্পী, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ এর দ্বিতীয় রানার আপ সঞ্চিতা দত্ত।
![]() |
প্রাচ্য পলাশের ওভিসিতে মডেল সঞ্চিতা |
ইকো গ্রুপের চতুর্থ অঙ্গ প্রতিষ্ঠান ‘ইকো এগ্রো বিডি’ গড়ে তোলা হচ্ছে পূর্বাচলে। ইকো এগ্রো বিডি গড়ে তোলার প্রধান উদ্দেশ্য দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অর্গানিক ভাবে মাছ মাংস দুধ ডিম ফল ও সবজি উৎপাদন করে কোম্পানীর নিজস্ব ব্যবস্থাপনায় মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া। পাশাপাশি যাঁরা সুদমুক্ত হালাল উপার্জন করে পরিবারের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করতে চান তাদের জন্য ইকো এগ্রো বিডিতে থাকছে স্বল্প ও দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করে তিন মাস পর আয় প্রাপ্তির সুযোগ। ইকো এগ্রো বিডি প্রজেক্ট নিয়ে নির্মাণাধীন ওভিসি’র চিত্রধারণ ২৫ এপ্রিল শুক্রবার রাজধানীর বনানী ও পূর্বাচলে সম্পন্ন হয়েছে। ইকো এগ্রো বিডি’র এ ওভিসিতে মডেল হয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী ও মডেল সঞ্চিতা দত্ত।
অন্য ওভিসি নির্মিত হচ্ছে হলোগ্রাম স্টিকার নিয়ে। হলোগ্রাম স্টিকার নিয়ে বাংলাদেশে প্রথম বিজ্ঞাপন টি নির্মাণ করছেন নির্মাতা প্রাচ্য পলাশ। এ বিজ্ঞাপনে শিল্পায়ন ও আন্তর্জাতিক ব্র্যান্ড ভ্যালু নিশ্চিত করে দেশের অর্থনীতিকে গতিশীল করার বিষয়ে গুরুত্বরোপ করা হয়েছে। গত ২৬ এপ্রিল শনিবার রাজধানীর পুরানা পল্টন, আরমানীটৌলা ও কেরানীগঞ্জে এ ওভিসি’র চিত্রধারণ সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন:
চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশের নির্মাণ মানেই গতানুগতিকতার মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্য, তাতে প্রোডাশনের ধরণ ফিকশন, নন-ফিকশন বা কমার্শিয়াল যা-ই হোক না কেনো। নির্মাণাধীন এ ওভিসি দু’টোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।
নির্মাতা প্রাচ্য পলাশ জানান, মিডিয়া মানে নিছক বিনোদন নয়। বরং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও মনস্তাত্ত্বিক উন্নয়নে মিডিয়ার ভূমিকা অনন্য। প্রাকৃত অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ইকো এগ্রো বিডি ও হলোগ্রাম স্টিকার বিষয়ে পৃথক দু’টি বিজ্ঞাপন নির্মাণ করার মধ্য দিয়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারা জনিত ভাললাগার আনন্দ অনুভব করছি।
উল্লেখ্য, ২০১৪ সালে নাটক শুটিংয়ের মধ্য দিয়ে নির্মাতা প্রাচ্য পলাশ মিডিয়ায় যাত্রা শুরু করেন। তাঁর নির্মিত ফিকশন ও নন-ফিকশন প্রোডাকশন বিভিন্ন টিভি চ্যানেল, ওটিটি সহ ডিজিটাল প্লাটর্ফম ও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সম্প্রতি ভারতীয় ওটিটি প্লাটফর্ম ফানপ্রাইম ও অর্থুস প্রাইম এ ‘দ্য রিদম অব আনরিদেমিক টিউনস’ ফিকশন রিলিজ হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।