কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ হোসেনকে রাতের আঁধারে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা।
![]() |
কাজিপুরে আইন শৃংখলা বিষয়ে থানা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত |
কাজিপুরে আইন শৃংখলা বিষয়ে থানা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের আইন শৃংখলা বিষয়ে সচেতনতামূক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার সোনামুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় এলাকার সর্বস্তরের জনগণ অংশ নেন।
সভায় চলমান পরিস্থিতিতে জনগণের মধ্যে নানা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে খোলামেলা আলোচনায় অংশ নেন থানা পুলিশ ও উপস্থিত জনগণ।
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, চুরি, ডাকাতি, বাল্য বিবাহসহ সামাজিক নানা অসঙ্গতিপূর্ণ বিষয়ে জনগণকে সচেতন হওয়া ও এব বিষয়ে থানা পুলিশের পূর্ণ সহযোগিতার প্রদানের কথা জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম।
সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম তোতার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সহকারি অধ্যাপক আবদুল জলিল, সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকার, ইউপি সদস্য বেলাল হোসেন, যুবদল নেতা আব্দুল আলিম, সোহেল রানা প্রমূখ।
আরও পড়ুন:
কাজিপুরে স্বেচ্ছসেবকদল নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা
সিরাজগঞ্জের কাজিপুরে স্বেচ্ছাসেবকদলের নেতা জাহিদ হোসেনকে রাতের আঁধারে কুপিয়ে মারাত্মক আহত করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার স্থলবাড়ি ঈদগাহ মাঠের নিকটে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে স্বজনরা মারাত্মক আহত জাহিদ হোসেনকে উদ্ধার করে রাতেই কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। জাহিদ হোসেন পাঁচগাছি গ্রামের দারাজ আলীর পুত্র এবং সোনামুখী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক।
রবিবার দুপুরে কাজিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা গেছে জাহিদের শরীরের নানা জায়গায় ব্যান্ডেজ করা। এসময় জাহিদ জানান, রাতে একা বাড়ি ফিরছিলেন তিনি। পথে স্থলবাড়ি ঈদগা মাঠের নিকটে তার গতিরোধ করে কয়েকজন লোক। কিছু বুঝে বুঝে ওঠার আগেই ক্ষুর দিকে তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারিভাবে আঘাত করে ফেলে রেখে যায় দুর্বত্তরা। ওইদিন রাত ১১ টার দিকে এক ভ্যানচালক রাস্তার পাশে জাহিদকে পড়ে থাকতে দেখে চিৎকার করলে লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে স্বজনরা তাকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়।
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শাহনাজ পারভীন জানান, রোগীর শরীরের বাম হাতে এবং বাম পায়ের আঘাতগুলো গুরুতর। অনেকগুলো সেলাই পড়েছে তার শরীরে।
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা মুঠোফোনে জানান, ঘটনা শুনেছি। আহতের চিকিৎসা চলছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। রোগী একটু সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ন‚রে আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। রাতেই আহত ব্যক্তির চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।