শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন এর আয়োজনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে পিবিজিএমএস,পিএসসি, সেক্টর কমান্ডার ময়মনসিংহ এর কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও জামালপুর ৩৫ ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান মত বিনিময় সভা করেন।
![]() |
রৌমারীতে সেক্টর কমান্ডারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা |
শুক্রবার বিকালের দিকে উপজেলার দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সীমান্তের চোরাচালান প্রতিরোধ, অবৈধ ভাবে অনুপ্রবেশসহ নিরাপত্তা জোরদার বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে দেশের স্বার্থে সাংবাদিকের কাছে সহযোগীতা চাইলেন সেক্টর কমান্ডার।
আরও পড়ুন:
মতবিনিময় সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি শওকত আলী মন্ডল, দৈনিক জবাবাদিহির প্রতিনিধি শফিকুল ইসলাম দৈনিক সমকালের প্রতিনিধি জিতেন চন্দ্র দাস, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি বেলাল হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি সাখওয়াত হোসেন সাখা, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেল, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি রেজাউল ইসলাম রেজা ও আবু কায়সার লেবু।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।