জামালপুর সংবাদদাতা: দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক-সম্পাদকসহ সারাদেশে সাংবাদিক নির্যাতন এবং মিথ্যা মামলা-হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে।
![]() |
মেলান্দহে সাংবাদিকদের মানববন্ধন |
২৬ এপ্রিল সকাল ১০টায় জামালপুরের মেলান্দহ বিশ^রোড শিমুলতলা মোড়ে আমার দেশ পত্রিকার পাঠক মেলা এই আয়োজন করেছে।
আমার দেশের মেলান্দহ প্রতিনিধি আবিদ মাহমুদ রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর প্রেস ক্লাবের সভাপতি-দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ও দৈনিক মুক্ত আলোর সম্পাদক নূরুল আলম সিদ্দিকী।
আরও পড়ুন:
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, জেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দৈনিক খবরপত্রের সংবাদদাতা ফজলুল করিম, দৈনিক আজকের জামালপুরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, স্বরকলার সাধারণ সম্পাদক একেএম জাকিরুল হক মিন্টু, জালালপুর থিয়েটারির সভাপতি এসএম আব্দুল্লাহ, জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও চ্যানেল ২৪ এ’র প্রতিনিধি মিরাজুল ইসলাম, আমার দেশ পাঠক মেলার সভাপতি অনন্ত কুমার সরকার এবং জেলা সংবাদপত্র এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মিলন খন্দকার প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।