উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদের উপর হামলা ও হাতুরী পেটা মামলার প্রধান আসামি জামায়াত নেতা হাফিজুর রহমান (৩০)কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
![]() |
উল্লাপাড়ায় বিএনপি নেতার উপর হামলা মামলার প্রধান আসামি জামায়াত নেতা হাফিজ গ্রেপ্তার |
শুক্রবার রাতে হামলার ফ্রুটেজ দেখে পুলিশ আসামি হাফিজকে শনাক্ত করে উপজেলার সলপ এলাকা থেকে তাকে আটক করে।
এ ঘটনায় পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক বাদী হয়ে জামায়াত- শিবিরের ১৫ জনের বিরুদ্ধে নামীয় ও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছে।
আরও পড়ুন:
মামলার বাদী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আজাদ হোসেনের উপর পরিকল্পিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে জামায়াত- শিবিরের নেতাকর্মীরা।
গুরুতর আহত অবস্থায় আজাদ কে প্রথমে কাওয়াক ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শনিবার সকালে উপজেলা বিএনপি পৌরশহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে থানা মোড় চত্বরের শহীদ মিনারের পাদদেশে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
![]() |
পৌরশহরে বিএনপির বিক্ষোভ মিছিল, রবিবারে মানববন্ধন কর্মসূচি ঘোষণা |
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল ওহাবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা শরফুউদ্দিন মঞ্জু, পুলিশের সাবেক ডিআইজি ও বিএনপির পুলিশ সংস্কার কমিশনের অন্যতম সদস্য খাঁন সাঈদ হাসান, পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব নিক্সন কুমার আমিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিসাত করিম নয়ন প্রমুখ।
বক্তরা প্রতিবাদ সভায় এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সকল আসামিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন স্থানীয় প্রশাসনকে।
এছাড়াও রবিবার সকালে এক মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, এ ঘটনায় পোরশহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মামলার প্রধান আসামি হাফিজকেও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।