সেবা ডেস্ক: মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর ও মাওলানা ইউসুফ সাদেক হক্কানী মহাসচিব নির্বাচিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
![]() |
বাংলাদেশ খেলাফত আন্দোলনের নবনির্বাচিত আমীর ও মহাসচিবকে প্রাণঢালা অভিনন্দন |
আজ (২৬ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই নবনির্বাচিত নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।
এই মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি, তরুণ প্রজন্মের বিপ্লবী কণ্ঠস্বর হাফেজ জাকির বিল্লাহ বলেন, "আপনাদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্ব খেলাফত প্রতিষ্ঠার স্বপ্নকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি, আপনাদের হাত ধরে খেলাফত আন্দোলন অতীতের সেই গৌরবময় অধ্যায়ে ফিরে যাবে এবং দেশের আপামর জনতার আশা-আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে।"
আরও পড়ুন:
তিনি আরও বলেন, "বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের প্রতিটি সদস্য নবনির্বাচিত আমীর ও মহাসচিবের দিকনির্দেশনায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা আল্লাহর কাছে আপনাদের সুস্থ জীবন ও দ্বীনের পথে অবিচল থাকার তাওফিক কামনা করছি।"
সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাকির হোসেন বলেন, "আমরা নবনির্বাচিত নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানাই এবং বিশ্বাস করি, ছাত্রসমাজকে সাথে নিয়ে আপনারা খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।