মো: শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: জামালপুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু মিয়া হত্যা মামলার দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে আদালত।
![]() |
জামালপুরে মুক্তিযোদ্ধা: ২৭ বছর পর দুই জনের যাবজ্জীবন |
৯ এপ্রিল জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আবু বকর ছিদ্দিক এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো সদর উপজেলার জালিয়ারপাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে মো. লেবু মিয়া এবং দেউলিয়াবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মজনু মিয়া।
আরও পড়ুন:
পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাই রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম গাদু মিয়াকে খুন করে বাথরুমের ট্যাঙ্কির ভেতর বস্তায় ভরে রাখা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী লাইলী বেগম বাদী হয়ে লেবু মিয়াসহ ১৩ জনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রতিবেদন এবং দীর্ঘ শোনানিতে সাক্ষ্য প্রমানে উপরোক্ত দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হয়েছে। বাকিরা বেকসুর খালাস পেয়েছে।এ মামলাটি চূড়ান্ত হতে ২৭ বছর সময় অতিবাহিত হয়েছে।
মামলা থেকে খালাসপ্রাপ্তরা হলেন উপজেলার মেস্টা ইউপির জালিয়ারপাড় ও দেউলিয়াবাড়ি এলাকার নজরুল ইসলাম, দুলাল মিয়া, আব্দুল জব্বার, বিল্লাল হোসেন, তৈমুছ আলী, মিন্টু, পলাতক ইউনুছ ও হেলাল উদ্দিন। মামলার বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুল্লাহ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।