জামালপুর প্রতিনিধি: শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখার ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
![]() |
শাহীন স্কুল জামালপুর শাখার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত |
সোমবার (৭ এপ্রিল) দুপুরি শাহীন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর অঞ্চলের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত শাহজামাল (র:) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান।
আরও পড়ুন:
এছাড়াও শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুরের শাখা পরিচালক আবুল কালাম ভুইঁয়া, স্কুলের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, মুখলেছুর রহমান, আহসানুল্লাহ রিপন, সুবাইদুল্লাহসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে শাহীন স্কুল এন্ড কলেজ গেইটপাড় শাখার পরিচালক কবির হোসেন, শাহীন ইসলামিক স্কুল জামালপুর শাখার পরিচালক মাহমুদুল হাসান ইলিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা পরিচালক মাহমুদুল হাসান বিলাস।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদায়ী পরীক্ষার্থীদের মডেল টেস্টের পুরস্কার ও কলম, পেন্সিল, স্কেলসহ কোর্টফাইল তুলে দেন।
অনুষ্ঠানে সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এসএসসি-২০২৫ সালের বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এ বছর শাহীন স্কুল এন্ড কলেজ জামালপুর শাখা হতে মোট ৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। পরে বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।