জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে আলোকিত মানুষ ও সূধি সমাবেশ ৩ এপ্রিল বেলা ১১টায় বানিপাকুরিয়া পল্টন মোড়ে অনুষ্ঠিত হয়।
![]() |
মেলান্দহে আলোকিত মানুষ ও সূধি সমাবেশ |
শিক্ষাবিস্তার-মানবিকসেবা-অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে আলোকিত বানিপাকুরিয়া এর আয়োজন করেছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (অব) এ.কে.এম. ইহসানুল হক। দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা-মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল এতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন:
উদ্ধোধনী বক্তব্য রাখেন-দাওয়া ইন্সটিটিউটের তুলনামূলক ধর্মতত্ত¡ বিভাগের গবেষক মাও. মুফতি রমজান আলী খান।
জামালপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম, ৭১’র গেরিলা মো: আবুল হোসেন, উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, ব্রিটিশ নৌবাহিনী কর্মকর্তা (রয়েল নেভি) ও ওয়ার্ল্ড স্কাউট অর্গানাইজেশন এডভাইজার মোঃ মেহেদী হাসান, জামালপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নূরুল আলম সিদ্দিকী, জামালপুর জেলা প্রেস ক্লাব ও বিএনসিসি’র সভাপতি ফজলে এলাহী মাকাম, রূপালী ব্যাংকের ডিজিএম আব্দুল কাদের জিলানী, কথাসাহিত্যিক সুলতান মাহমুদ, হামদর্দ ল্যাব. পরিচালক ও চেঞ্জ টিভির সম্পাদক আমিরুল মোমেনিন মানিক, দোস্ত এইড বাংলাদেশ’র হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী, মাও. আব্দুর রহিম ফারেগে হাটহাজারি, মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান মুফতি রহমতুল্লাহ আল হোসাইনী, সাতক্ষীরা কলারোয়া কলেজের প্রভাষক নাজমুল হোসাইন, জামালপুর জাতীয় শিক্ষক ফেরামের সভাপতি মাও. মোখলেসুর রহমান, চাইল্ড কেয়ার যতœ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক ফজলুল করিম প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কথাসাহিত্যিক সুলতাম মাহমুদের লেখা টিলায় থাকা ছেলেটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইত্তেফাক, নিউ নেশন, দৈনিক খবরপত্র, আপনদেশ, দৈনিক আজকের জামালপুর ও পল্লীকণ্ঠ প্রতিদিন। অনুষ্ঠান গ্রন্থনা-উপস্থাপনায় ছিলেন হাফেজ জামিল, মোখলেসুর রহমান।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।