জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে নবনিযুক্ত সিভিল সার্জন ডা. আজিজুল হককে সংবর্ধনা প্রদান করা হয়।
![]() |
মেলান্দহে সিভিল সার্জন সংবর্ধিত |
১৮ এপ্রিল রাত সাড়ে ৮টায় মালঞ্চ বণিক সমিতি এর আয়োজন করেছে। বণিক সমিতির সভাপতি আলহাজ ফজলুল কাদের হেলাল এতে সভাপতিত্ব করেন।
আরও পড়ুন:
বক্তব্য রাখেন-সংবর্ধিত সিভিল সার্জন ডা. আজিজুল হক, স্বাস্থ্য বিভাগের অডিট অফিসার জুলহাস উদ্দিন, মালঞ্চ আল আমিন জমিরিয়া মহিলা মাদ্রাসার শিক্ষক আক্তারুজ্জামান সাত্তার, এম.এ. গফুর উচ্চ বিদ্যালয়ের এসএমসি’র সদস্য মাহফুজুর রহমান বিদ্যুৎ, মেলান্দহ ছাত্র দরের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, বণিক সমিতির সহসভাপতি শরিফ উদ্দিন আক্তার মাসুদ, শহিদুল্লাহ, জহুরুল ইসলাম বাবর আলী, সাধারণ সম্পাদক সলিমুল্লাহ জুয়েল, যুগ্ম সম্পাদক বিজু, কাজল ইসলাম কাবুল, প্রচার সম্পাদক অনন্ত কুমার সরকার, এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ। সভায় জামালপুরের স্বাস্থ্যসেবাকে সারাদেশের মধ্যে মডেল রূপদানের উপর গুরুত্বারোপ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।