জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে বিশেষ শিক্ষা বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য করণীয় শীর্ষক ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
![]() |
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের আয়োজনে কুড়িগ্রামে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত |
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রশিদুল ইসলামের সঞ্চালনায় ১১ই এপ্রিল শুক্রবার দুপুরে আলমাস কমিউনিটি সেন্টারে বিশেষ শিক্ষা বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য করণীয় শীর্ষক ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইলিয়াস রাজ।
আরও পড়ুন:
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক গাউসুল আজম শিমু, সাধারণ সম্পাদক রিমা খাতুন , সহ-সভাপতি মহিউদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, রংপুর বিভাগীয় সমন্বয়ক মোছাম্মৎ জাহানারা আক্তার ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বজরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম, চিলমারী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নজরুল ইসলাম সাবু, আসাদুজ্জামান প্রতিবন্ধী বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদল হোসেন, দুলাল উদ্দিন বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন মিয়া, উলিপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী , দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম, ধরলার দেশ পত্রিকার সম্পাদক আমানুর রহমান খোকন ,সাংবাদিক মুখলেসুর রহমান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।