রতনকান্দি আল-হামিদ মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি আলী সাদাত খান মজলিস

Seba Hot News : সেবা হট নিউজ
0

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত রতনকান্দি আল-হামিদ দাখিল মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আলী সাদাত খান মজলিস (মেরাজ খান মজলিস)। 

রতনকান্দি আল-হামিদ মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি আলী সাদাত খান মজলিস
রতনকান্দি আল-হামিদ মাদ্রাসার গভর্নিং বডির নতুন সভাপতি আলী সাদাত খান মজলিস


বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।


নতুন সভাপতি মো. আলী সাদাত খান মজলিসসহ ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব মো. আব্দুল ওয়াহাব, অভিভাবক সদস্য মো. আসাদুজ্জামান ও সাধারণ শিক্ষক সদস্য মো. হাসান আলী।


আরও পড়ুন:


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রতনকান্দি আল-হামিদ দাখিল মাদ্রাসা পরিচালনার উল্লেখিত সদস্যদের সমন্বয়ে সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।’


নতুন সভাপতি মো. আলী সাদাত খান মজলিস বলেন, মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করনে সর্বদা সচেষ্ট থাকবো। ধর্মীয়, নৈতিক ও বাস্তবিক শিক্ষার প্রসারে মাদ্রাসাটি উত্তোরত্তর উন্নতি করবে বলে আমি আশা করি। এজন্য আমি কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, খান মজলিস পরিবারসহ এলাকাবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top