বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না। যে আওয়ামী লীগ আমাদের ও বাংলদেশকে শোষন করেছে, চাঁদাবাজী করেছে সেই আওয়ামী লীগের আর এই দেশে ঠাঁই নাই।
![]() |
এই দেশে আওয়ামী লীগকে আর পুনর্বাসন করতে দেওয়া হবে না: বকশীগঞ্জে এম রশিদুজ্জামান মিল্লাত |
আমরা ১৭ বছর কষ্ট করেছি তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন আমরা এক পরিবার হয়ে থাকতে চাই। আমাদের মধ্যে অহঙ্কার বিভেদ ভুলে যেতে হবে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের সারমারা বাজারে ঈদ পরবর্তী পথসভায় এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
আরও পড়ুন:
পথসভায় তিনি আরো বলেন, আগামি নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে জাতীয় সরকার গঠন করবে। এই জাতীয় সরকারের মাধ্যমে সারাদেশে উন্নয়ন করতে চাই। এসময় আগামি নির্বাচনের জন্য ধানের শীষ প্রতীকে ভোটও চান সাবেক এই সংসদ সদস্য।
পথসভায় এসময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফিউল আলম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ধানুয়া কামালপুর, বাট্টাজোড় , বকশীগঞ্জ পৌর এলাকা ও নিলাখিয়া ইউনিয়নেও পথসভা করেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।