সেবা ডেস্ক: পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (ডিবি-২) এর একটি অভিযানে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চর কামালের বাত্তী গ্রামে অবৈধ জুয়ার আসর থেকে ৯ জনকে আটক করা হয়েছে।
![]() |
বকশীগঞ্জে জুয়ার আসর থেকে সেচ্ছাসেবক দলের নেতাসহ ৯ জন আটক |
জামালপুরের বকশীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, কৃষক দলের যুগ্ন আহবায়ক সহ ৯ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জামালপুর ডিবি-২ এর সদস্যরা।
আরও পড়ুন:
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই রাতে কামালের বার্ত্তী এলাকায় জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন ডিবি- এর একটি আভিযানিক দল।
এসময় জুয়ার আসর থেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মেহেরুপ হাসান খোরশেদ, ইউনিয়ন কৃষকদলের যুগ্ন আহবায়ক জয়নাল আবেদিন, বাবুল মিয়া, বিলেত আলী, আজাদ মিয়া, মজনু মিয়া, আবদুল মান্নান, শফিক মিয়া, মো. আব্দুল্লাহ।
জামালপুর ডিবি-২ এর নুরুল ইসলাম বাদল জানান, আটককৃতদের বুধবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।