কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে চলতি এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।
![]() |
কাজিপুরে এসএসসির ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৩৯ জন |
বৃহস্পতিবার সাধারণ বিভাগের বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের কোরান মজিদ ও তাজবিদ এবং কারিগরি ও ভোকেশনাল বিভাগের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে উপজেলার রানীদিনমণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯২৯ জন শিক্ষার্থীর মধ্যে উপ¯িথত ছিলো ৯২১ জন। অনুপস্থিত ৮ জন।
এরপর মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৬৭ জনের মধ্যে পরীক্ষা দেন ৫৬১ জন, অনুপস্থিত ৬ জন।
আরও পড়ুন:
নাটুয়ারপাড়া কেবি উচ্চ বিদ্যালয়ে ৫২৯ জনের মধ্যে পরীক্ষা দিয়েছে ৫২৪ জন, অনুপস্থিত ৫ জন।
খাষশুড়িবেড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪১৯ জনের মধ্যে পরীক্ষা দিয়েছে ৪১০ জন, অনুপস্থিত ৯ জন।
চরগিরিশ মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৭৬ জনের মধ্যে পরীক্ষা দেয়ে ৪৭৫ জন, অনুপস্থিত ১ জন।
শুধুমাত্র কাজিপুর এএমইউ সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট ৮৪৩ জনের সবাই পরীক্ষায় অংশ নিয়েছে।
এছাড়া চরসিংড়া-সিংড়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে মোট ২৭২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ২৬৪ জন শিক্ষার্থী। এই কেন্দ্রে অনুপস্থিত মোট ৮ জন।
ভোকেশনাল পরীক্ষায় আনোয়ারা আজাদ েেভাকেশনাল ও কারিগরি বিদ্যালয় কেন্দ্রে ১৯৮ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৯৭ জন। অনুপস্থিত ১ জন , মুক্তিযোদ্ধা করিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ১৩৪ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১৩৩ জন, অনুপস্থিত ১ জন।
এছাড়া মেঘাই ই,ইউ,আই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪১ জন এবং থানা সদর বিএম কলেজের সমান সংখ্যক ১৪১ জন পরীক্ষায় অংশ নিয়েছে। তিন বিভাগের মোট ৪৬৪৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৪৬১০ জন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।