লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে বেলগাছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলার দায়ে ৩ শিক্ষক কে অব্যাহতি দেওয়া হয়েছে।
![]() |
ইসলামপুরে পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্বে অবহেলা, ৩ শিক্ষককে অব্যাহতি |
১৫ এপ্রিল মঙ্গলবার কেন্দ্রে গনিত পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান কুলকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো নুরুল ইসলাম,এড.নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: আব্দুল আলিম, একই স্কুলের শিক্ষক সুলতান মাহমুদকে পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলায় দায়ে অব্যাহতি প্রদান করেন তিনি।
আরও পড়ুন:
এবার উপজেলার ১০ টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভোকেশনাল ওই কেন্দ্রে পরীক্ষার্থী সংখ্যা ১৮১জন, মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১৭৭জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান বলেন পরীক্ষা কেন্দ্রে দ্বায়িত্ব অবহেলায় দায়ে তিনজনকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পরীক্ষা চলমান অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন তৎপর রয়েছে বলেও তিনি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।