উল্লাপাড়ার সলঙ্গা থানায় ১২টি টিয়ারশেল উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
1 minute read
0

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ার সলঙ্গা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১২টি টিয়ারশেল উদ্ধার করেছে সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ।

উল্লাপাড়ার সলঙ্গা থানায় ১২টি টিয়ারশেল উদ্ধার
উল্লাপাড়ার সলঙ্গা থানায় ১২টি টিয়ারশেল উদ্ধার


মঙ্গলবার সকাল ১১ টার দিকে হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দী গ্রামের পাশে স্বরস্বতী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ টি টিয়ার সেল উদ্ধার করে পুলিশ।


জানা গেছে, এলাকাবাসী হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের বাড়ীর পশ্চিম পাশে স্বরস্বতী নদীতে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের একটি ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ১২ টি টিয়ার সেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনা স্থলে পৌছে ব্যাগসহ টিয়ার সেলগুলো নদী থেকে উদ্ধার করে।

আরও পড়ুন:

এবিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুর রউফ বলেন, ধোপাকান্দী গ্রামের লোকজন নদীতে মাছ ধরতে গেলে পরিত্যক্ত অবস্থায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ১২টি টিয়ারসেল দেখতে  পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে টিয়ার সেলগুলো উদ্ধার করে। 


এ ঘটনায় সলঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসম্মুখে উদ্ধার করা টিয়ার সেলগুলো পুলিশ হেফাজতে নেয়। তিনি আরও বলেন, উদ্ধার করা টিয়ার সেল গুলো ৪ আগষ্টে আন্দোলনের সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় আগুন দিয়ে অস্ত্র লুট করে জনতা। এগুলো সে সময়ের লুট হওয়া টিয়ারসেল হতে পারে। বিষয়টি আরো অধিক তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top