জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুরে চর পুটিমারী ইউনিয়ন আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সদস্য আ: খালেককে ছাড়তে রাজি না হওয়ায় অফিসার ইনচার্জ মো: সাইফুল্লাহ সাইফকে বদলীর হুমকি দিয়েছে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন।
![]() |
কথামত আসামী না ছাড়ায় ওসিকে বদলীর হুমকি দিলো যুবদল নেতা! |
এ ঘটনা টক অব দা টাউনে পরিনত হয়েছে।
ইসলামপুর থানা সূত্রে জানাযায়, গত ১১ তারিখে বেনুয়ার চর এলাকায় দু পক্ষের শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে গত রোববার (১৬ মার্চ) পুটিমারী উত্তর শাখার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: আনিছুর রহমানকে প্রধান আসামী করে ১১ জনের বিরুদ্ধে মামলা করেন বেনুয়ারচর ব্যাপারীপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মিষ্টার আলী।
আরও পড়ুন:
ওই রাতেই পুলিশের একটি দল এজাহারভুক্ত ১১ নম্বর আসামি বেনুয়ারচর মধ্যপাড়া এলাকার মরহুম আবেদ আলীর পুত্র ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেককে নিজ বাড়ী থেকে আটক করে।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন তাকে ছাড়াতে রাতভর বিভিন্ন ভাবে তদবীর করে। আসামী ছাড়াতে ব্যর্থ হয়ে ওসিকে ২৪ ঘন্টার মধ্য বদলীর হুমকি দেয়।
অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, আব্দুল খালেকের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে ছাড়াতে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন রাতভর তদবীর করেন। মামলা থাকায় আসামী ছাড়তে আমি রাজি না হওয়ায় আমাকে স্বরাষ্ট্র সচিব স্যারের ওখানে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে বদলী করার হুকমি দিয়েছেন।
এ বিষয়ে যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুর রহমান মলিন জানান, আব্দুল খালেক কোন রাজনীতি করে না। ওনি সাধারণ মানুষ। তার ছেলে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। মূলত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আর অপপ্রচার করা হচ্ছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।