আপনারা জাতির কৃতি সন্তান: সেনাপ্রধান

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: ‘২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, 'আপনারা কখনো মনোবল হারাবেন না, কারণ আপনারা জাতির কৃতি সন্তান। দেশ ও জাতির জন্য আপনাদের অনেক কিছু ত্যাগ করতে হয়েছে, এজন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।'

আপনারা জাতির কৃতি সন্তান সেনাপ্রধান
আপনারা জাতির কৃতি সন্তান সেনাপ্রধান


সেনাপ্রধান জানান, সেনাবাহিনী আহতদের জন্য পুনর্বাসন ব্যবস্থা তৈরি করার জন্য কাজ করে যাবে।


রোববার (২৩ মার্চ) বিকেলে এক ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

সেনাপ্রধান বলেন, “আজকে আমরা আপনাদের এই ইফতারে নিমন্ত্রণ করেছি, আপনাদের কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ায় আমরা কৃতজ্ঞ। 


আজকের এই ইফতার অনুষ্ঠানের উদ্দেশ্য একটাই, তা হলো আপনাদের জানিয়ে দেওয়া যে, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। 

কিছু আহত যোদ্ধা চলাফেরা করতে পারেন না, কিছু দেখতে পারেন না, কিন্তু আমরা তাদের পাশে রয়েছি এবং সবসময় থাকবো।”


তিনি আরও বলেন, “এই ইফতার অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করছি। 

আমাদের ব্যবসায়ী, ব্যাংকার, ডিজিএফআই এবং এসএসএফসহ নানা সংস্থা এই সাহায্য প্রদান করেছে। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকেও সহযোগিতা করে যাচ্ছি। 

এখন পর্যন্ত আমরা ৪,২০০ এর বেশি আহতের চিকিৎসা প্রদান করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top