বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে দুটি চোরাই মোটর সাইকেল সহ ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে থানা পুলিশ।
![]() |
বকশীগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধার, ইউপি সদস্য সহ ২ জন আটক |
সোমবার (১৭ মার্চ) ভোরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন বকশীগঞ্জ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাশর সর্দার ও সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মতি মিয়ার ছেলে নুহু মিয়া (২৮)।
আরও পড়ুন:
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
এসময় মতি মিয়ার ছেলে নুহু মিয়ার বাড়ি থেকে দুটি চোরাই মোটর সাইকেল পাওয়া যায়।
এঘটনায় একই গ্রামের ইউপি সদস্য বাশর সর্দার ও নুহু মিয়াকে আটক করা হয়। দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে প্রেরণ করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।