সেবা ডেস্ক: জামালপুরে জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে নাশকতার অভিযোগে করা মামলায় বকশীগঞ্জ উপজেলার দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
![]() |
বকশীগঞ্জে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার |
গতকাল শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে ওই দুই নেতাকে গ্রেফতার করে বকশিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. নিয়ামত উল্লাহ নিয়াত (৪০) বকশিগঞ্জের সারমারা এলাকার মৃত শাহজামাল ছেলে। সে দীর্ঘদিন ধরে উপজেলার বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মোস্তাইন বিল্লাহ (৩৮) বকশিগঞ্জের দত্তেরচর এলাকার জহুরুল হকের ছেলে। সে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।
আরও পড়ুন:
গ্রেফতারের পর শনিবার (৮ মার্চ) দুপুরে ছাত্রলীগের দুই নেতাকে আদালতে প্রেরণ করেছে বকশীগঞ্জ পুলিশ।
বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন দুই ছাত্রলীগ নেতাকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে গ্রেফতার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।