জামালপুর সংবাদদাতা: জামালপুরে রাজমিস্ত্রি আল মামুন (৩০)কে পাওনার টাকা প্রদানের কথা বলে ডেকে নিয়ে চুরির অপবাদে প্রহারের ভিডিও ভাইরাল হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
![]() |
জামালপুরে চুরির অপবাদে নির্যাতন আটক-২ |
ঘটনাটি ঘটেছে ২০ মার্চ দিবাগত রাতে শাহবাজপুর হাসমত তালুকদারের বাড়িতে।
জানা গেছে, হাসমত আলী তালুকদারের কাছে টাকা পান রাজমিস্ত্রি আল মামুন। ঘটনার দিন আল মামুনকে হসমত আলীর বাড়িতে ডেকে নেন। এরপর তাকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে।
আরও পড়ুন:
তাকে নির্যাতনের ভিডিওটি গোপনে কেও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এতে প্রশাসনের নজরে আসে।
নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনজুরুল হক জানান- নির্যাতনের সাথে জড়িত থাকার অপরাধে পুলিশ ইলিয়া্স মিয়া এবং মিজানুর রহামন নামে দুইজনকে আটক করেছে। আশংকাজনক অবস্থায় নির্যাতিত যুবককে উদ্ধার শেষে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করেছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।