কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনদিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
![]() |
কাজিপুরে তিনদিনবাপী ভ্রাম্যমাণ বই মেলা অনুষ্ঠিত |
গত সোমবার এই মেলার উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। মঙ্গলবার মেলা শেষ হয়েছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গাড়িতে করে মেলায় বই নিয়ে এসে একটি বড় পরিসরের স্টল স্থাপন করে তাতে নানা ধরণের বই রাখা হয়।
আরও পড়ুন:
মেলায় বিশ্বসাহিত্যকেন্দ্রের নিজস্ব প্রকাশনার বই স্থান পায়। মেলা চলাকালিন প্রতিদিন শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার পাঠক মেলায় এসেছেন। বেশ কমিশনে কিনেছেন পছন্দের বই।
এসময় অনেক পাঠক কাজিপুরে এই ধরণের মেলা বছরে দুই থেকে তিনবার আয়োজনের দাবীও জানান।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।