আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ঔষধ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগে ৩ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।
![]() |
জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপির তিন নেতা আটক |
গতকাল শুক্রবার রাতে যৌথ বাহিনীর অভিযানে সদর উপজেলার হাজীপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
চাঁদা দাবী করায় জামালপুর সদর উপজেলার হাজীপুর বাজারের ওষুধ ব্যবসায়ী সেলিম আবেদিন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অভিযোগ করেন। তার অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুক্রবার রাতে জামালপুর সদর উপজেলার হাজীপুর বাজারের সিএনজি স্টেশনে অভিযান চালায় যৌথ বাহিনী।
আরও পড়ুন:
এ সময় জামালপুর সদরের মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কালিদহের পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ফরমান হোসেন (৪২), ফকিরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সদস্য পলাশ মিয়া (৪৪) ও একই এলাকার মইন উদ্দিনের ছেলে ইউনিয়ন বিএনপির কর্মী সিরাজুল ইসলাম। পরবর্তীতে জামালপুর সদর থানা পুলিশের নিকট তাদের হস্তান্তর করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আজ শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।