সেবা ডেস্ক: ১৯৭১ এ মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছিলো তারাই আজ বুক উঁচিয়ে কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
![]() |
‘৭১ এ হত্যাযজ্ঞ চালানো ব্যক্তিরা আজ বুক উঁচিয়ে কথা বলে মির্জা ফখরুল |
অনেকেই মুক্তিযুদ্ধকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ইতিহাসকে বিকৃত করা সম্ভব নয় বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) রমনার আইইবি মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
আরও পড়ুন:
এসময় মির্জা ফখরুল আরও বলেন, মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা ধৃষ্টতা দেখাচ্ছে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করেনি বরং বাকশাল করে হত্যা করেছে উল্লেখ করেছে। তাদেরকে আর গণতান্ত্রিক কোনো সুবিধা দেয়া ঠিক হবে না।
যারা ১০০ গাড়িবহর নিয়ে ইলেকশন ক্যাম্পেইনের শোডাউন করে তারা জাতির জন্য কতটুকু করতে পারবে এসময় সেই প্রশ্নও তোলেন বিএনপি মহাসচিব।
তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের কথা ও বক্তব্য বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়, গণতন্ত্রের দিকে নয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।