সুন্দরবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ‘ফায়ার লাইন’

Seba Hot News : সেবা হট নিউজ
1 minute read
0

সেবা ডেস্ক: পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী ক্যাম্প সংলগ্ন এলাকায় শনিবার (২২ মার্চ) দুপুর ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। 

সুন্দরবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ‘ফায়ার লাইন’
সুন্দরবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ‘ফায়ার লাইন’


স্থানীয় বাসিন্দারা প্রথম ধোঁয়া দেখতে পান এবং কিছু সময় পর বন বিভাগ আগুনের ঘটনা নিশ্চিত করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তিন একর জায়গায় এবং তা নিয়ন্ত্রণে আনতে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেন।

আরও পড়ুন:

অগ্নিনির্বাপণের কাজ চালানোর জন্য ঘটনাস্থলে ফায়ার লাইন কাটা হয়েছে, যা শুকনা পাতা সরিয়ে এবং মাটি কেটে তৈরি করা হয়েছে। তবে, দুর্গম বন এলাকায় আগুন লাগায় উদ্ধারকর্মীদের পৌঁছাতে কিছুটা সময় বিলম্ব হচ্ছে। রাত হওয়ায় কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটছে, এমনকি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা দিলেও এখনও সেখানে পৌঁছাতে পারেননি।


বন বিভাগের কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানিয়েছেন, বনের তিন একর জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এবং উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তিনি আরও জানান, খালের পানি থেকে আগুনের এলাকায় পৌঁছাতে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। পানির উৎসের অভাবে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, তবে খালে জোয়ার এলে নৌপথে পানির পাম্প ব্যবহার করা হবে।


এর আগে ২০২৪ সালের ৪ মে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায়ও আগুন লাগার ঘটনা ঘটে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top