কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই পুরাতন বাজারে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল টিনের ঘরের চালা কেটে ভিতরে ঢুকে মোবাইল ফোনসেট, কসমেটিকস ও নগদ অর্থ নিয়ে গেছে।
![]() |
কাজিপুরের মেঘাই বাজারে টিনের চালা কেটে দোকানঘরে চুরি |
বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার পরে যেকোন সময়ে এই ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইত্যাদি স্টোরের মালিক মোহাম্মদ আলী জিন্নাহ জানান, রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। শুক্রবার সকালে দোকানে গিয়ে চুরির ঘটনা টের পাই। দোকান থেকে দুইশ পিচ বাটন মোবাইল ফোনসেট নিয়ে গেছে যার ম‚ল্য প্রায় সাড়ে তিনলক্ষ টাকা।
আরও পড়ুন:
ক্ষতিগ্রন্থ ওষুধ ব্যবসায়ী মামুনুর রশিদ হিটলার জানান, দোকানের ক্যাশবাক্সে রাখা নগদ চলিশ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ ন‚রে আলম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। আকাশমনি গাছ বেয়ে উঠে টিনের চালা কেটে ভেতরে ঢুকেছে চোর। এখনো কেউ অভিযোগ করেনি। তবে তদন্ত চলছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।