জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে অনাথ-হতদরিদ্র-বিধবা-নৌমুসলিম-প্রতিবন্ধী-শিক্ষার্থী এবং অস্বচ্ছল ইমামদের মাঝে সেলাই মেশিন-অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
![]() |
মেলান্দহে অস্বচ্ছলদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ |
এ উপলক্ষ্যে ২৭ মার্চ দুপুরে মডেল মসজিদ কমপ্লেক্সের ইসলামি কালচারাল অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইসলামিক ফাউন্ডেশন মেলান্দহ এরিয়ার সুপারভাইজার মাজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউএনও এস.এম. আলমগীর।
আরও পড়ুন:
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ইউনাইটেড ট্রাস্টের সুপারভাইজার আবু সামা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ। ধর্মমন্ত্রণালয়ের অর্থায়নে ইসলামিক ফাউন্ডেশন এটি বাস্তবায়ন করেছে। ২৬৫ জনের মাঝে সেলাই মেশিনসহ সর্বমোট প্রায় ৯ লাখ টাকা বিতরণ করা হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।